রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

কালিহাতীতে  জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতীতে  জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যানচালক জিহাদ হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে মসিন্দা এলাকায় গিয়ে শেষ হয়। এতে ভ্যানচালক জিহাদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, স্থানীয় সুজন মাহমুদ, নিহত ভ্যানচালক জিহাদের দাদা হাসর আলী, বাবা তুলা মিয়া ও মা জোসনা বেগম প্রমুখ। কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া জানান, তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

টিএইচ